“সাহসী বীর শেখ হাসিনা”
রচনাকাল: ১১/৭/২০১৮
—–নাস্রীন জেরিন সুলতানা।
সাহসী বীর তুমি শেখ হাসিনা,
বঙ্গবন্ধুর সফল সুযোগ্য কন্যা।
একুশ বছর পর উদ্ধার করলা।
হারানো সেই বাংলা।
উৎপেতে থাকা রাজাকার,
পাঁচ বছর পর কেড়ে নিল আবার।
তুমিও হাল ছাড়া নাবিক নও।
পণ-প্রতিজ্ঞায় হারানো বাংলাকে ফিরে পাও।
যারা স্বাধীনতার মূল্য বোঝে না,
তাদের রাষ্ট্রনায়ক হতে দিব না।
ধরেছে মুষ্টি শক্ত করে এবার,
বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলা হবে সোনার।
সোনার বাংলায় সোনার মানুষ গড়া,
বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপদান করা।
এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার আহবানে
বিরামহীন ত্যাগ ও পরিশ্রমেই আনে
ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলার মিশন
দুইহাজার একুশ সালের ভীশন।
উন্নত বিশ্বে হবে পৃথিবীর রোল মডেল
দুইহাজার একচল্লিশ সালের ভিশন।
সেই লক্ষ্যে সরকারের উন্নয়ন
পদ্মা সেতু নির্মাণ।
ফ্লাইওভার নির্মাণ।
দারিদ্রসীমা নিম্ন পর্যায়ে আনয়ন।
গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ।
মাতৃকালীন ভাতা প্রদান।
বয়স্ক ভাতা প্রদান।
বিনামুল্যে কোটি কোটি শিক্ষার্থীদের বই বিতরণ।
জেলেদের খাদ্য সহায়তা প্রদান।
সমুদ্রসীমা বিজয়।
শ্রমিকদের মজুরি বৃদ্ধি।
দেশের রপ্তানি আয় বৃদ্ধি।
মাতৃকালীন ছুটি বৃদ্ধি।
যুদ্ধাপরাধী ও রাজাকারের বিচার।
বঙ্গবন্ধু হত্যার বিচার।
প্রতিবন্ধী ভাতা প্রদান।
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান।
প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র স্থাপন।
দেশের বিভিন্ন স্থানে ইকোনোমিক জোন নির্মাণ।
বিভিন্ন জেলায় বিনোদন কেন্দ্র নির্মাণ।
দেশের বিভিন্ন জেলায় শিল্প পার্ক নির্মাণ।
মেরিন ড্রাইভ নির্মাণ।
একটি বাড়ি একটি খামার প্রকল্প।
এশিয়ান হাইওয়ে প্রকল্প।
কর্মসংস্থান বৃদ্ধি।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি।
জংগী ও সন্ত্রাস দমনে সফলতা।
কৃষিতে সফলতা।
রামপাল কয়লাভিত্তিক বিদুৎ কেন্দ্র চলমান।
নারীর ক্ষমতায়ন।
রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্র।
মাতার বাড়ি বিদুৎ কেন্দ্র।
নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ তৈরি।
নেত্রী বলেন দেশকে আমরা এভাবেই গড়ি।
দেশ ও জনগণের কল্যানে
শেখ হাসিনার। সরকার
বার বার দরকার।
স্বাধীনতার সরকার
বার বার দরকার।