বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
spot_img
Homeসারা বাংলাক্রিকেটার আল আমিনকে গ্রেপ্তারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধনের আয়োজন

ক্রিকেটার আল আমিনকে গ্রেপ্তারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধনের আয়োজন

 

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার আল আমিন হোসেনকে অবিলম্বে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শৈলকুপা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন আল আমিন হোসেনের স্ত্রী ইসরাত জাহান মিশুর স্বজন ও এলাকাবাসী। বিভিন্ন পোস্টার, ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন তারা।

মানববন্ধনে শৈলকুপার ৫নং কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিশুর বাবা ছবিবর রহমান প্রমুখ বক্তব্য দেন।

তারা মিশুর ওপর নির্যাতনের দায়ে আল আমিন হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং দুই ছেলের ভরণপোষণের খরচ দাবি জানান।

মানববন্ধনে শৈলকুপার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বরাবর ক্রিকেটার আল আমিন হোসেনের স্ত্রী ইসরাত জাহান মিশুর দায়ের করা অভিযোগে জানা গেছে, ২০১২ সালে ঝিনাইদহে তাদের বিয়ে হয়। ক্রিকেটার আল আমিন ঝিনাইদহ সদর উপজেলার ক্যাডেট কলেজ পাড়ার শাহ আলমের ছেলে এবং তার স্ত্রী ইসরাত জাহান মিশু একই জেলার শৈলকুপা উপজেলার বিত্তিদেবী রাজনগর গ্রামের ছবিবর রহমানের মেয়ে।

আল আমিন-মিশু দম্পতির মাহমুদ আমিন মিনহাজ (৬) ও মাহমুদ আমিন মোহাইমিন (২) নামে দুই ছেলে সন্তান রয়েছে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন