রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাসাংবাদিককে লাঞ্ছিত করে, হত্যার হুমকি দিয়েছেন নামধারী যুবলীগ নেতা

সাংবাদিককে লাঞ্ছিত করে, হত্যার হুমকি দিয়েছেন নামধারী যুবলীগ নেতা

দৈনিক আলোকিত বাংলাদেশের সিনিয়র রিপোর্টার (ক্রাইম) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্র্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর স্থায়ী সদস্য এএইচএম ফারুককে লাঞ্ছিত করে হত্যার হুমকি দিয়েছেন মুগদার স্থানীয় যুবলীগ নেতা পরিচয় দেয়া শরীফ উদ্দিন নামে এক ইন্টারনেট ব্যবসায়ী।

আজ দুপুরে জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক ফারুক ডিএমপির মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং- ৮৯৮, তাং- ১৬/০৯/২০২২ইং।

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটি। ক্র্যাব নেতারা সাংবাদিক ফারুককে হুমকিদাতা শরীফকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।

মুগদা ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নজরুল ইসলাম জানান, মুগদা ওয়ার্ড যুবলীগের ৩ সদস্যবিশিষ্ট কমিটি আছে। এখানে শরীফ উদ্দিন নামে কেউ নেই। যদি কেউ যুবলীগের পরিচয় দিয়ে থাকে তা ভুয়া। তবে স্থানীয়ভাবে জানা গিয়েছে, শরীফ উদ্দিন যুবলীগের নাম ভাঙিয়ে এলাকায় ইন্টারনেট ব্যবসায় প্রভাব বিস্তার করে।

মুগদা থানার জিডি সূত্রে জানা যায়, সিটি কম নামে ইন্টারনেট সার্ভিস ব্যবহার করছিলেন সাংবাদিক ফারুক। সংযোগে দীর্ঘ দিন সমস্যা হচ্ছিল। তাই সংযোগ ব্যবহার করা বাদ দেয়ায় মালিক শরীফ উদ্দিন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে প্রথম দফায় বাসার নিচে পেয়ে সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে হাতপা ভেঙে দেয়া এবং হত্যার হুমকি দেন। নিজেকে স্থানীয় মুগদা ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক উল্লেখ করে মারতে তেড়ে আসেন।

ফারুক জানান, তিনি পরিস্থিতি সামাল দিতে উচ্চবাচ্য না করে কৌশলে সেখান থেকে সরে আসেন। বিষয়টি শরীফ উদ্দিনের ভাই, বাড়ির মালিক নিয়াজ উদ্দিনকে জানালে তিনি সমাধান করার আশ্বাস দেন।

তবে গতকাল বেলা ১২টার দিকে সাংবাদিক ফারুককে বাসা থেকে ডেকে নেন একই ভবনে থাকা বাড়ির মালিকের আরেক ভাই রফিক উদ্দিন। রফিক উদ্দিনের বাসায় এ সময় শরীফ উদ্দিনসহ ৪ ভাই উপস্থিত ছিলেন। সেখানেও অকথ্য ভাষায় গালাগালি করে শরীফ তাকে মারতে উদ্যত হন। এক পর্যায়ে হাত-পা ভেঙে জীবনে শেষ করে দেয়ার হুমকি দেন।

ভাড়াটিয়া বলে বাড়ির ভেতরে না হলেও বাইরে তার সাঙ্গপাঙ্গ-গুন্ডা বাহিনী দিয়ে হাত-পা ভেঙে হত্যা করা বা ঢাকা থেকে বের করে দেয়ার হুমকি দেন শরীফ। এসময় অন্য ভাইয়েরা শরীফকে বাধা দেন এবং সাংবাদিক ফারুককে বাসা থেকে বের করে দেন। বর্তমানে সাংবাদিক ফারুক পরিবার পরিজন নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মুগদা থানার ওসি জামাল উদ্দিন মীর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। বাড়ির মালিক নিয়াজ উদ্দিন (অভিযুক্ত শরীফের ভাই) জানান, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমি ফারুক সাহেবকে থানায় আইনগত ব্যবস্থা নিতে বলেছি। আমি সাক্ষী দেব।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Abdullah Al Niat
Abdullah Al Niat
স্বপ্ন আকাশ ছোয়া� গন্তব্য বহুদূর � বর্তমানে সাংবাদিক চর্চায় ব্রত �

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন