লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়েছে আওয়ামী লীগের যুক্তরাজ্য (ইউকে) শাখা।
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায় লন্ডনে পৌঁছান শেখ হাসিনা। এরপর তিনি ক্লারিজ হোটেলে পৌঁছালে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বাসসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এর আগে প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীরা লন্ডনে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিম।
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনেও যোগে দেবেন প্রধানমন্ত্রী।