শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারা বাংলাদাগনভূইঞাতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণকারী মামুনের পরিবারকে হাসিনা-সামাদ ফাউন্ডেশনের অনুদান

দাগনভূইঞাতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণকারী মামুনের পরিবারকে হাসিনা-সামাদ ফাউন্ডেশনের অনুদান

দাগনভূইঞাতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণকারী মামুনের পরিবারকে দাগনভূইঞার সুনামধন্য হাসিনা-সামাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন।

১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ০৫টায় দাগনভূইঞা ইয়াকুব পুর ইউনিয়নের দেবরামপুর ৭নং ওয়ার্ডের মৃত মামুনের নিজ বাড়িতে তার পরিবারের হাতে অনুদানের নগদ অর্থ বিতরণ করেন হাসিনা- সামাদ ফাউন্ডেশনের সদস্যরা।
নগদ অর্থ হস্তান্তর অনুষ্ঠানে হাসিনা সামাদ ফাউন্ডেশনের প্রদান সমন্নয়ক রাসেল মিয়ার সমন্বয়ে নিজাম উদ্দিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় জনপ্রতিনিধি ৭নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদিন, হাসিনা সামাদ ফাউন্ডেশনের মিডিয়া পার্টনার সিএসটিভি নিউজ এর চেয়ারম্যান হাসনাত তুহিন, সদস্য সাংবাদিক মোস্তাফিজুর রহমান সোহেল, আরিফুর রহমান, রফিক উল্যাহ, রুল আমিন মিয়া, আব্দুল্লাহ, মৃত মামুনের ছোট ভাই সাখাওয়াত হোসেন প্রমূখ।
উল্লেখ যে, গত ৭ সেপ্টেম্বর বুধবার ফেনীর দাগনভূইয়া উপজেলায় ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড চন্ডিপুর গ্রামে কাইয়ুম ভূইয়া বাড়ির সামনে গতকাল দুপুর আডাই ঘটিকার সময় পল্লী বিদ্যুৎ পিলারের উপরে ট্রান্সমিটার সংযোগস্থলে লাইন লাগানোর সময় অগ্নিদগ্ধ হন মো. মামুন। পরবর্তীতে পিলার থেকে লাফ দিয়ে নিচে পড়ে যান তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন। তার বুকের বেশীরভাগ অংশ অগ্নিদগ্ধ হয়। তবে এ ঘটনায় বিদ্যুৎ বিভাগ দুধমুখা শাখায় কর্মরতদের দায়িত্ব অবহেলা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিদ্যুৎ লাইনের পাশে বড় গাছ কাটার জন্য বিদ্যুৎ অফিসে আবেদন করেন গাছ ক্রয়কারী মো. ইউসুফ। গত বুধবার গাছ কাটার সময় লাইন বন্ধ রেখে নিদিৃষ্ট সময় অতিবাহিত হলে বিদ্যুৎ সংযোগ দেয়ার অনুমতিসহ অফিসের কর্মরতদের তদারকি ও গাছ ক্রয়কারি মো. ইউসুফ এর উদাসীনতার কারণে ইলেকট্রিক মিস্ত্রী মামুনকে কেন বৈদ্যূতিক পিলারে উঠতে দিলেন এমন প্রশ্ন নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন বিদ্যুৎ এর কাজ বন্ধ করার আবেদন করেন গাছ ক্রয়কারী ইউসুফ। ইউসুফ এর উপস্থিতিতে কিভাবে মামুন পিলারে উঠেন?? তিনি তখন মামুনকে নিষেধ করেননি কেন? বিদ্যূৎ এর দায়িত্বরতদের কি ভূমিকা ছিলো? এসব প্রশ্নের উত্তর মিলছেনা দুধমুখা শাখার কর্মরতদের কাছ থেকে। তবে মামুন আহত হলে ঠিক ১০ মিনিটের মধ্যে আসেন বিদ্যুৎ এর লোকজন। মামুন এতিমখানা বাজার জয়নাল আবেদীন মেম্বার বাড়ির বাসিন্দা।

আশংঙ্কাজনক অবস্থায় মামুনকে উন্নত চিকিৎসার জন্য শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধা ৬ ঘটিকার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তার এমন মর্মান্তিক মৃত্যুতে হাসিনা সামাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে তার পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেন।
হস্তান্তর অনুষ্ঠান শেষ উপস্থিত সকলে মৃত মামুনের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন।

সংবাদ পোস্ট
হাসনাত তুহিন
ফেনী জেলা প্রতিনিধি
০১৭১১৩৮৯৭৪৯

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Abdullah Al Niat
Abdullah Al Niat
স্বপ্ন আকাশ ছোয়া� গন্তব্য বহুদূর � বর্তমানে সাংবাদিক চর্চায় ব্রত �

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন