শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারা বাংলাতাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দখলে

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দখলে

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দখলে। প্রতিদিন সকাল ১০টার আগেই দলে দলে ভাগ হয়ে তাড়াশ হাসপাতালের ডাক্তারদের কক্ষের সামনে অবস্থান নেন। রোগী ডাক্তারের কক্ষ থেকে বের হওয়া মাত্রই তাদের ব্যবস্থাপত্র নিয়ে একেকজন টানাটানি শুরু করে দেন। ডাক্তার কোন কোম্পানির ঔষধ লিখেছেন তা জানার চেষ্টা করেন। কেউ কেউ আবার একটি ঔষধের বদলে নিজের কোম্পানির ঔষধ কেনার পরামর্শ দেন।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ভিতরে ঔষধ কোম্পানির কয়েকজন প্রতিনিধি অবস্থান করছিলেন। পরিচয় জানতে চাইলে তাদের মধ্যে একজন জুবায়ের হোসেন নামে নিজেকে ইবনে সিনা কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। কেন হাসপাতালে ভেতরে ঢুকেছেন জানতে চাইলেই দ্রুত তারা সটকে পড়েন।

অফিস সময়ে হাসপাতালে যাওয়ার নিয়ম না থাকলেও সকাল থেকেই ঔষধ কোম্পানির প্রতিনিধিরা হাসপাতালের ভেতরে ডাক্তারের চেম্বারের সামনে অবস্থান নিয়ে রোগীদের ব্যবস্থাপত্র নিয়ে টানা হেঁচড়া করেন। দেখেন কোন কোম্পানির ঔষধ সেখানে লেখা হয়েছে। তারা জানান, কারও সমস্যা সৃষ্টি করছেন না। শুধু ছবি তুলছেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মনোয়ার হোসেন জানান, অফিস চলাকালীন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে আসা অবৈধ। এ ব্যাপারে ইতোমধ্যে তাদের সমিতিকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন