শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারা বাংলামোংলায় হাঁস-মুরগির খোপ থেকে ২৭ কেজি ওজনের ১৫ ফুট লম্বা অজগর

মোংলায় হাঁস-মুরগির খোপ থেকে ২৭ কেজি ওজনের ১৫ ফুট লম্বা অজগর

 

বা‌গেরহা‌টের মোংলায় হাঁস-মুরগির খোপ থেকে ২৭ কেজি ওজনের ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খরমা কাটাখালী গ্রামের মো. রুহুল আমিনের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।

রুহুল আমিন বলেন, সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি একটি অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে বন বিভাগকে খবর দিই। তারা এসে অজগরটি উদ্ধার ক‌রেন। অজগরটি খোপে থাকা দুটি মুরগি ও দুটি হাঁস খেয়ে ফেলেছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির ব‌লেন, উদ্ধার হওয়া অজগরটি সকাল ৯টার দি‌কে সুন্দরবনের বরুইতলা এলাকায় অবমুক্ত করা হ‌য়ে‌ছে। লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১৫ ফুট এবং ওজন প্রায় ২৭ কেজি। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে লোকালয়ে চ‌লে এসেছে অজগর‌টি।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন