শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeরাজনীতিশিক্ষাপ্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না। কারণ এটি অধিকার, এটি নিষিদ্ধ করা যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার রাজধানীর দুপুরে ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২২-২৩ এর অধীন প্রকল্প বাস্তবায়নের জন্য চেক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) এ চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, প্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করে দিতে পারে না। কারণ এটি অধিকার এটি নিষিদ্ধ করা যায় না। কিন্তু দলীয় রাজনীতি কিভাবে হবে তা নিয়ে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা বা বোঝাপড়ার মধ্যে দিয়েই সেটি হওয়া উচিত। আমরা চাই সেটি ইতিবাচক হোক। সেখানে কোনো নেতিবাচকতা না থাকে। কেউ রাজনীতির আশ্রয় নিয়ে যেন অন্যায়ভাবে নেতিবাচক কিছু না হয়। যদি নেতিবাচক কিছু না থাকে আমার মনে হয় না প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপত্তি থাকার কথা। যে পর্যায় থেকে আমরা রাজনীতি করি না কেনো রাজনীতিকে ইতিবাচক হতেই হবে।

মন্ত্রী আরও বলেন, রাজনীতি করা মানুষের অধিকার। আমাদের জাতি হিসেবে যত অর্জন তার প্রতিটিতে ছাত্র রাজনীতি বিশেষ অবদান রেখেছে। আবার যখন সামরিক স্বৈরাচারেরা এসেছে তারা ছাত্র রাজনীতিকে অপব্যবহার করেছে। শিক্ষাঙ্গন করে অস্থির করে অস্থিতিশীল করে, রক্তের ঝনঝনানি দিয়ে নিজেদের ইচ্ছা হাসিল করেছে। রাজনীতি সচেতন হওয়ার প্রত্যেকটি মানুষের জন্য জরুরি।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন