ফেনী প্রতিনিধি:- দাগনভূঞার হাসিনা সামাদ ফাউন্ডেশনের অর্থায়নে ঢেউটিন এবং হাসনাত তুহিন এর অর্থায়নে খাট প্রদান। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী প্রেসক্লাবের দীর্ঘকালীন পিয়ন আবুল হোসেনের হাতে গতকাল বিকেলে ফেনী প্রেসক্লাব চত্বরে এক বান্ডিল ঢেউ টিন ও একটি খাট তুলে দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্ৰামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহীম, সিনিয়র সাংবাদিক এনএন জীবন, সাংবাদিক মফিজুর রহমান,ফেনী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক হাসনাত তুহিন সহ অন্যরা।
দাগনভূঞার হাসিনা সামাদ ফাউন্ডেশনের অর্থায়নে সাংবাদিক হাসনাত তুহিনের উদ্যোগে এই টিন প্রদান করা হয়।এ সময় আরেক অসহায় বন্যা দুর্গতকে হাসনাত তুহিন এর অর্থায়ানে একটি খাট দেয়া হয়। এসময় আসহায় ব্যক্তির পক্ষে সাংবাদিক রাজিব মাসুদ খাটটি গ্রহণ করেন।
টিন ও খাট হস্তান্তর শেষ, ক্লাবের সিনিয়র সাংবাদিক দের বক্তব্য হাসনাত তুহিন এর মানবিক কাজের প্রশংসা করে বলেন, তিনি একজন পরোপকারী ও জনহিতৈষী নিরহংকার মানুষ। মানুষের সুখে দুঃখে সবসময় সাংবাদিক আবুল হাসনাত তুহিন পাশে থাকে। তারি ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁডিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। সাংবাদিক হাসনাত তুহিন এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।