রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeরংপুররংপুরে মন্ডপ পরিদর্শনে কালে আ'লীগ নেত্রীকে হামলার অভিযোগ

রংপুরে মন্ডপ পরিদর্শনে কালে আ’লীগ নেত্রীকে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: পূজা মন্ডপ পরিদর্শন কালে রংপুর ২ (বদরগঞ্জ -তারাগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলির উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ।

শনিবার (২১ অক্টোবর) রাতে বদরগঞ্জ উপজেলার গোপেশ্বর শাহা বারোয়ারী পূজা মন্ডপে এই হামলার ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,শনিবার রাতে বদরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় বারোয়ারী পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোবাশ্বের হোসেন, জেলা পুলিশ সুপার ফেরদৌস হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ।পরে আ’লীগ নেত্রী লিলি ভোপেশ্বর শাহা বারোয়ারী পূজা মন্ডপ পরিদর্শনে যান। একই সময় ওই মন্ডপ পরিদর্শনে আসেন স্থানীয় সাংসদ সদস্য আবুল কালাম আহসান ডিউক চৌধুরী। এসময় মন্ডপের ভিতর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাফিউল ইবনে সরকার মিম ও ছাত্রলীগ নেতা রুবেল,রেজাউল পান্নার নেতৃত্বে বেশ কয়েকজন সুমনা আক্তার লিলির উদ্দেশ্যে ভূয়া ভূয়া প্রার্থী বলে স্লোগান দিতে থাকেন।পরে লিলি ও তাঁর সমর্থকরা এর প্রতিবাদ করলে ছাত্রলীগ নেতারা আ’লীগ নেত্রী লিলির উপর হামলা করেন।পরে পুলিশ এসে উভয় পক্ষকে শান্ত করে।এদিকে একটি ভিডিও নিজের ফেসবুক এ্যাকাউন্টে পোস্ট করেন আ’লীগ নেত্রী সুমনা আক্তার লিলি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাফিউল ইবনে সরকার মিম বলেন, ‘কে এই স্লোগান দিছে আমি জানি না।আমার বিরুদ্ধে যে হেনস্তার অভিযোগ দিচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমি মন্ডপের বাইরে ছিলাম’।

আ’লীগ নেত্রী সুমনা আক্তার লিলি বলেন,আমি দীর্ঘদিন থেকে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বদরগঞ্জ -তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে নৌকার পক্ষে গণসংযোগ করছি।এবং শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে বিভিন্ন মন্ডপে যাচ্ছি। কিন্তু বদরগঞ্জ উপজেলার গোপেশ্বর শাহা বারোয়ারী মন্ডপে গেলে স্থানীয় সাংসদ সদস্যের উপস্থিততে উপজেলা ছাত্রলীগের সভাপতি মীমের নেতৃত্বে আমার উপর হামলা করা হয় ।আমি এর বিচার চাই।আমি মনোনয়ন প্রত্যাশী হওয়ার পর থেকেই একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে লেগেছে।

তিনি আরও বলেন, ঘটনার সময় ওই মন্ডপে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার উপস্থিত ছিলেন। আমি তাৎক্ষণিক জেলা প্রশাসক মহোদয়ের নিকট অভিযোগ দেই এবং পরে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Al Mahmud Apu
Al Mahmud Apu
Traine Sub-Editor, Sangbad Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন