বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
spot_img
Homeসারা বাংলাফরিদপুরে চারটি প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষণা

ফরিদপুরে চারটি প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষণা

ফরিদপুর শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ।

আজ সোমবার শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় নিয়মনীতির তোয়াক্কা না করায় চারটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো, পল্লী বন্ধু ডায়াগনস্টিক সেন্টার, সততা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, সাফা মক্কা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ও শাহ ফরিদ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সিভিল সার্জন জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ আসছিল। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করা হয়। যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে সে গুলো পরিদর্শন করে দেখা গেছে, তারা কোন নিয়ম নীতির তোয়াক্কা করছেনা। হাসপাতালগুলোতে চিকিৎসক না থাকা, নোংরা পরিবেশ, শয্যা সংখ্যার বিপরীতে চিকিৎসক ও নার্স না থাকা, পুরনো যন্ত্রপাতিসহ নানা অনিয়ম দেখা গেছে। তাদের এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন