রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিঅস্ত্রোপচার ছাড়াই টিউমার অপসারণ করবে রোবট

অস্ত্রোপচার ছাড়াই টিউমার অপসারণ করবে রোবট

কোনও রকম অস্ত্রোপচার ছাড়াই মানবদেহ থেকে টিউমার অপসারণ করবে ক্ষুদ্রাকার একটি রোবট।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটির ল্যাবরেটরিতে রোবট দ্বারা টিউমার অপসারণের পরীক্ষামূলক গবেষণা চালিয়ে এ ব্যাপারে সফল হয়েছেন একদল গবেষক।

তারা জানান, রোবটটি দুই মিলিমিটার সিলিকন দিয়ে তৈরি, যা দেহের ভেতরে প্রবেশ করতে পারে। রোবটের হাতে শক্তিশালী চুম্বক রয়েছে, যা শরীরের ভেতরে থাকা ২ মিলিমিটার চৌম্বকীয় ক্ষেত্র দ্বারা নিয়ন্ত্রিত। লেজার লাইটের সাহায্যে অবাঞ্ছিত টিস্যু অপসারণ করতে পারবে রোবটটি।

রোবটে যে সিলিকন ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত নরম হওয়ায় আশেপাশের টিস্যুর কোনো ক্ষতি করে না। তাই অস্ত্রোপচার ছাড়াই ব্রেইন ও ফুসফুসের গভীরে গিয়ে টিউমার অপসারণ করতে পারে।

ভবিষ্যতে এই পদ্ধতি টিউমার অপসারণে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে দাবি করছেন গবেষকরা।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন