রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকফের বিশ্বকে সতর্ক করলেন ডব্লিউএইচও প্রধান

ফের বিশ্বকে সতর্ক করলেন ডব্লিউএইচও প্রধান

পরবর্তী মহামারির জন্য বিশ্বকে প্রস্তুত রাখা দরকার বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে দেওয়া প্রতিবেদনে গেব্রিয়েসুস এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।এমন এক সময়ে তিনি এ সতর্কবার্তা দিলেন, যখন বিশ্বজুড়ে কোভিড রোগীর সংখ্যা একরকম স্থিতিশীল আছে।

তিনি বলেন, পরবর্তী মহামারি, যা এমনকী কোভিড-১৯ এর চেয়েও মারাত্মক হতে পারে, তার জন্য বিশ্বকে প্রস্তুত রাখা দরকার।

তিনি সব ধরনের স্বাস্থ্যগত জরুরি অবস্থা মোকাবেলায় কার্যকর বৈশ্বিক ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, জনস্বাস্থ্য বিষয়ক বৈশ্বিক জরুরি অবস্থার ইতি মানেই কোভিড-১৯ আর বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য হুমকি নয়, এমন নয়। আরেকটি ধরনের উদ্ভব এবং তার কারণে রোগ ও মৃত্যুর নতুন ঢেউয়ের ঝুঁকি রয়ে গেছে, নতুন আরেকটি রোগের আবির্ভাব এবং সেটির আরও মারাত্মক হওয়ার সম্ভাবনাও থেকেই যাচ্ছে।স্বাস্থ্যজনিত এক সংকটের মধ্যে আরেক সংকটের আবির্ভাব এবং পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে ডব্লিউএইচওর এই মহাপরিচালক বলেন, আমরা যেসব হুমকির মুখে রয়েছি, মহামারীই তাদের মধ্যে একমাত্র নয়, বরং এর অবস্থান বেশ খানিকটা দূরে। যখন পরবর্তী মহামারি কড়া নাড়বে এবং সেটি আসবেই, তখন আমাদেরকে সমষ্টিগতভাবে আগে থেকে নির্ধারিত ও উপযুক্ত উপায়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Abdullah Al Niat
Abdullah Al Niat
স্বপ্ন আকাশ ছোয়া� গন্তব্য বহুদূর � বর্তমানে সাংবাদিক চর্চায় ব্রত �

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন