শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারা বাংলাসুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায় ৮ জেলে আটক

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায় ৮ জেলে আটক

অবৈধভাবে মাছ ধরার অভিযোগে পূর্ব সুন্দরবনের শ্যালারচর এলাকা থেকে বনরক্ষীরা দুই ট্রলারসহ ৮ জেলেকে আটক করেছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, শ্যালারচর ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নিয়মিত টহলকালে সুন্দরবনের ফুসফুসেচর নামক স্থানের খালে দুটি মাছ ধরার ট্রলার দেখে এগিয়ে যায়। ট্রলারে মাছ ধরার বৈধ কোনো পাস (অনুমতিপত্র) না থাকায় বনরক্ষীরা ৮ জেলেসহ ট্রলার দুটি আটক করে শ্যালারচর টহল ফাঁড়িতে নিয়ে যায়।
আটককৃত জেলেরা হচ্ছেন-এসাহাক, আসাদুল, নেসারুল, জাহিদুল, বেল্লাল জোমাদ্দার, নাছির মৃধা, হাবিব পহলান ও জসিম। জেলেদের বাড়ি বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন গ্রামে বলে বনরক্ষীরা জানান।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হামিদুল ইসলাম মুঠোফোনে জানান, ফুসফুসেচর এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় আটক জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন