শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারা বাংলাচট্টগ্রামে সড়কে পাহাড় ধস

চট্টগ্রামে সড়কে পাহাড় ধস

গত দুই দিনের টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চট্টগ্রাম নগরীর সংযোগ সড়ক বায়োজিদ ফৌজদারহাট লিংক রোডের পাশে একটি বিশালাকার পাহাড় ধসে পড়েছে। শনিবার ভোরে সড়কটির ৬ নম্বর ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। এসময় দীর্ঘ সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ধ্বসের মূহুর্তে সড়কে যানবাহন না থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আসাদ বিন আনোয়ার জানান, টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে শহর থেকে ফৌজদারহাটগামী লেনের ওপর ধ্বসে পড়ে পাহাড়ের একটি অংশ। বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে মাটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

উল্লেখ্য, ৬ কিলোমিটার সড়কটি নির্মাণের সময় অন্তত ১৬টি খাড়া পাহাড় কাটা হয়েছিলো। ফলে বৃষ্টি হলেই এই সড়কে প্রায়ই ছোটবড় পাহাড় ধস হয়।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন