শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeআইন আদালত৬ কারণে মিল্টনকে রিমান্ডে চায় ডিবি

৬ কারণে মিল্টনকে রিমান্ডে চায় ডিবি

প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২ মে) মিল্টনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

যে ছয় কারণে রিমান্ড চাওয়া হয়েছে 

১. চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার সেন্টার চিকিৎসা সেবা প্রতিষ্ঠান খুলে মানবতার ফেরিওয়ালা পরিচয় দিয়ে অজ্ঞাতনামা, ওয়ারিশবিহীন ব্যক্তি, শিশু এবং প্রতিবন্ধীদের নিয়ে চিকিৎসা ও সেবা প্রদানের নামে সঠিক দায়িত্ব পালন না করে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া সংক্রান্ত সঠিক তথ্য উদঘাটনের জন্য।

২. আসামি দীর্ঘদিন ধরে জাল-জালিয়াতির মাধ্যমে ৫০টি মৃত সার্টিফিকেট দিয়েছেন। এতে আসামির অন্য কোনো উদ্দেশ্যে আছে কি না? মৃত্যুর সঠিক কারণ ও তার তথ্য উপাত্ত উদঘাটনের জন্য।

৩. আসামি নিজে ডাক্তার না হয়ে ডাক্তার হিসাবে পরিচয় দিত। আদৌ তার ডাক্তারি সনদ আছে কি না যাচায়ের লক্ষ্যে।

৪. আসামির সহযোগী অন্যান্য আসামিদের শনাক্তসহ নাম, ঠিকানা সংগ্রহ এবং গ্রেপ্তার করার জন্য।

৫. চিকিৎসা সেবার নাম করে শারীরিক ও মানষিক নির্যাতন করে কোনো ভিকটিমকে হত্যা এবং তাদের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রয় করেছে কি না, সেই তথ্য সংগ্রহ।

৬. অজ্ঞাতনামা শিশুদের আইনানুগ অভিভাবকদের অজ্ঞাতে পাচার করেছে কি না।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Abdullah Al Niat
Abdullah Al Niat
স্বপ্ন আকাশ ছোয়া� গন্তব্য বহুদূর � বর্তমানে সাংবাদিক চর্চায় ব্রত �

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন