রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলটির ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।
তিনি বলেন, বিচারককে নিয়ে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আটক করা হয়েছে।