শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
spot_img
Homeজাতীয়রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

আজ রবিবার দুপুর ১২টার পর তিনি বঙ্গভবনে যান বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

রওশন এরশাদের সঙ্গে চার সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যান। তারা হলেন বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহগির আল মাহি সাদ ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

বঙ্গভবন থেকে বের হয়ে রাঙ্গা জানান, রওশন এরশাদ রাষ্ট্রপতিকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। না হলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে।

 

রওশন এরশাদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনার বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

এর আগে গত ১৪ নভেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন