রাজশাহী রেলওয়ে স্টেশনে মহানন্দা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এ ঘটনার তিন ঘণ্টা পরে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটলেও বেলা ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করা হয়। এর পরে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুরমুখী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে কমিউটার ট্রেনের যাত্রা।
রাজশাহী রেলস্টেশনের স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করা হয়। তিন ঘণ্টা পরে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।