রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeজাতীয়গণ অধিকার পরিষদের প্রথম জাতীয় কাউন্সিলের ভোটগ্রহণ চলছে

গণ অধিকার পরিষদের প্রথম জাতীয় কাউন্সিলের ভোটগ্রহণ চলছে

গণ অধিকার পরিষদের প্রথম জাতীয় কাউন্সিল আজ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি, সাধারণ সম্পাদক এবং উচ্চতর পরিষদের ১৩টি পদে দুপুর ১২টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

উচ্চতর পরিষদের ভোটার সংখ্যা ১২৬ জন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ভোটার সংখ্যা ২১৬ জন।

দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চারজন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে সদস্য সচিব নুরুল হক নুর ছাড়াও যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব, জাফর মাহমুদ ও বায়জিদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানসহ যুগ্ম আহ্বায়ক বিপ্লব কুমার পোদ্দার, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, সহকারী সদস্যসচিব জিলু খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য সচিব নুরুল হক নূর বলেন, দলের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্যের সঠিকতা পুনঃযাচাই করতে নির্বাচন কমিশনের কার্যালয় পরিদর্শনে আসার কথা ছিলো। কিন্তু জাতীয় কাউন্সিল চলার কারণে তারা আগামীকাল আসবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে আমাদের।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন