চলতি বছরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকের বৈঠকের পর সতর্কতা অবলম্বন করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন চীনকে সতর্ক করে বলেন, বেইজিংয়ের সম্পূর্ণ বাণিজ্য নির্ভর করে পশ্চিমা বিনিয়োগের উপর।
জো বাইডেন আরও বলেন, এটি কোনো হুমকি নয়, এটি কেবল একটি পর্যবেক্ষণ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৬০০টি মার্কিন কর্পোরেশন রাশিয়ার সাথে তাদের চুক্তি প্রত্যাহার করেছে। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চীনের প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন তার অর্থনীতি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগের উপর নির্ভর করে। সুতরাং সতর্ক থাকুন।