ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নূরুল ইসলামকে সভাপতি এবং সিআইডি এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. আবু কালাম সিদ্দিককে সাধারণ সম্পাদক করে রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
এর আগে (২৫শে মে) সমাজকল্যাণ মন্ত্রী নূরজ্জামান আহমেদ এর উপস্থিতিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সমিতির বার্ষিক সাধারণ সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির আংশিক কমিটি ঘোষনা করা হয়।
তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৩ই জুন) নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন।
এই কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো: জাহাঙ্গীর আলম, ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো: খলিলুর রহমান, সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: ইসহাক প্রমুখ ব্যক্তিবর্গ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সুলতানা ইয়াসমিন, নাইমা হোসেন, মো: আসাদুজ্জামান রিপন ও মো: সোহেল রানা।
৭১ সদস্যের কমিটিতে কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম। মিজানুর রহমান পেয়েছেন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব।
এছাড়া জনাব হুমায়ুন কবির পলাশ, মাসুদুল ইসলাম, সোহানুর রহমান, নাজমুল ইসলাম সুমন, জয়নুল ইসলাম প্রমুখ বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন।
চ্যানেল আইয়ের কন্ঠ শিল্পী অন্তর রহমান সহ- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক।
রংপুর বিভাগ সমিতির এই নতুন কমিটিতে রয়েছেন রংপুরের মেয়ে সুমনা আক্তার লিলি। তাকে কার্যনির্বাহী সদস্য ঘোষনা করা হয়েছে।
রংপুর বিভাগের বিভিন্ন সেক্টরের কৃতি সন্তানেরা আরো বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন।