বঙ্গোপসাগরকে ঘিরেই সুনীল অর্থনীতির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে সমুদ্র বিজয় করেছে, তার সুষ্ঠু ব্যবহারে সরকার কাজ করছে।
বৃহস্পতিবার (৮ জুন) বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইয়াফেস ওসমান বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪০ একর জমিতে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের যাত্রা শুরু করেন। এ প্রতিষ্ঠান সমুদ্র সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমুদ্রের বিশাল সম্পদ রক্ষার মাধ্যমে এ সম্পদ ভোগ করতে পারবে এদেশের মানুষ।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. মঈনুল ইসলাম তিতাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বায়োলজিক্যাল বিভাগের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সীমা রানীর সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের কেমিক্যাল ওশানোগ্রাফি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম।
এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না প্রমুখ।