রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeজাতীয়রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ৯ হাজার মেট্রিক টন কয়লা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ৯ হাজার মেট্রিক টন কয়লা

অবশেষে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নয় হাজার মেট্রিক টন কয়লা পৌঁছেছে।

শনিবার (১৩ মে) দিনগত রাতে তিনটি লাইটারে করে চট্টগ্রাম বন্দর থেকে কয়লাগুলো এ বিদ্যুৎকেন্দ্রে আনা হয়।

এর আগে গত ২৫ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বসুন্ধরা ইমপ্রেস’। গত ৯ মে চট্টগ্রাম বন্দরে নোঙর করে জাহাজটি।

রোববার (১৪ মে) বিকেলে ‘বসুন্ধরা ইমপ্রেস’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডর খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ১৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লার মধ্যে নয় হাজার মেট্রিক টন কয়লা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট ১০ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা আগামী সোমবার (১৫ মে) মোংলার বঙ্গবন্ধু-ঘষিয়াখালী চ্যানেল দিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র আনা হবে। এরপর জাহাজে থাকা ৩০ হাজার মেট্রিক টন কয়লা আনা হবে মোংলা বন্দরে।

এদিকে কিছুতেই ঘুরে দাঁড়াতে না পারায় গত চার মাসে তিনবার বন্ধ হয় রামপালের এ তাপবিদ্যুৎ কেন্দ্র। ফলে এ সময় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি কেন্দ্রটি। সর্বশেষ গত ২৩ এপ্রিল রাত থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

বর্তমানে উৎপাদন বন্ধ থাকলেও বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে রক্ষণাবেক্ষণের কাজে। কারণ চুক্তি অনুযায়ী রামপালের বিদ্যুৎ পিডিবিকে কিনতে হয়। বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ থাকলেও পিডিবিকে কেন্দ্রের সক্ষমতা ব্যয় পরিশোধ করতে হবে।

বাংলাদেশ-ইন্ডিয়া পার্টানারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-ব্যবস্থাপাক আনোয়ারুল আজিম বলেন, বিদ্যুৎকেন্দ্রে ইতোমধ্যে নয় হাজার মেট্রিক টন কয়লা এসেছে। তবে এখনই বিদ্যুৎ উৎপাদনে যাব না। আগামী মঙ্গলবার (১৬ মে) মোংলা বন্দরে ৩০ হাজার মেট্রিক টন কয়লা আসার পরই দ্রুত সম্ভব রামপাল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন