রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকট্রাম্পকে রাশিয়ায় আশ্রয় নিতে বললেন ভিক্তর বোট

ট্রাম্পকে রাশিয়ায় আশ্রয় নিতে বললেন ভিক্তর বোট

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ায় আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বোট। শুক্রবার টেলিগ্রামে পাঠানো এক বার্তায় তিনি এই আহ্বান জানান। যিনি যুক্তরাষ্ট্রে ১০ বছর কারাবন্দী থাকার পর গত ডিসেম্বরে মুক্তি পেয়ে রাশিয়ায় ফিরেছেন।

ট্রাম্পকে লেখা বার্তায় ভিক্তর বোট লিখেছেন, ‘আমার বিশ্বাস, আপনার জীবন বিপদের মধ্যে রয়েছে।’ খবর এএফপির

তিনি আরও লেখেন, ট্রাম্পকে আদালত ও কারাগারে হয়রানি করেই থেমে থাকবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। শিগগিরই তারা ট্রাম্পের জীবন শেষ করে দেবে।

টেলিগ্রাম বার্তায় ভিক্তর বোট লেখেন, রাশিয়ায় গেলে ট্রাম্প নিরাপদে থাকতে পারবেন। আর সেখান থেকেই যুক্তরাষ্ট্রের মানুষের জন্য লড়াইয়ের নেতৃত্ব দিতে পারবেন।

ভিক্তর বোটের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিভিন্ন যুদ্ধে বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিযোগ রয়েছে। ২০০৮ সালে থাইল্যান্ডে মার্কিন বাহিনীর এক অভিযানে গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তারের পর ২০১০ সালে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। পরে মার্কিন আদালত বোটকে ২৫ বছরের কারাদণ্ড দেন। বন্দিবিনিময়ের আওতায় গত ডিসেম্বরে রাশিয়ায় ফেরার পর তিনি রাশিয়ার জাতীয়তাবাদী একটি রাজনৈতিক দলে যোগ দেন।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন