শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারা বাংলাভারতে পাচারকালে সোয়া কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

ভারতে পাচারকালে সোয়া কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

 

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩টি স্বর্ণের বারসহ কামরুজ্জামান ওরফে কামরুল (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া জব্বারের মোড় থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক কামরুল গাজীপাড়া এলাকার কুদরত উল্লাহর ছেলে।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা গ্রামের গাজীপাড়া এলাকায় কামরুল নামে এক ব্যক্তির গতিরোধ করা হয়। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ১৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের ওজন এক কেজি ৫৫৬ গ্রাম। যার বাজারমূল্য ১ কোটি ৩১ লাখ টাকা।

তিনি আরও জানান, স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে আটক কামরুলকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন