শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeজাতীয়ঢামেকের সামনের ডিভাইডার সরাল ডিএসসিসি

ঢামেকের সামনের ডিভাইডার সরাল ডিএসসিসি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশপথ থেকে ডিভাইডার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের(ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। রোগী প্রবেশে বাধা হওয়া এবং রাস্তা ছোট হয়ে যাওয়ায় এ অভিযান চালায় ডিএসসিসি।

মঙ্গলবার(২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএসসিসির সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান।

তিনি বলেন, ঢাকা মেডিকেল একটি গুরুত্বপূর্ণ জায়গা। দেশের বিভিন্ন জায়গা থেকে রোগীদের দ্রুত সেবা পাওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়। কিন্তু জরুরি রোগী প্রবেশে এই রোড ডিভাইডার বাধা হয়ে দাঁড়িয়েছে। রাস্তাও ছোট হয়ে গিয়েছিল। এর ফলে যেমন জরুরি রোগী হাসপাতালে প্রবেশ করতে বাধাগ্রস্ত হচ্ছে তেমনি যানজটের সৃষ্টি হচ্ছে। তাই মেয়রের নির্দেশনায় এই রোড ডিভাইডারগুলো উচ্ছেদ করেছি। এতে করে দ্রুত রোগী নিয়ে হাসপাতালে প্রবেশ করা যাবে।

তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরামর্শ ছাড়াই এখানে এই রোড ডিভাইডারটি লাগানো হয়েছিল। এটি তুলে দেওয়ায় এখানে যানজট এবং দ্রুত হাসপাতালে রোগী প্রবেশে সহায়ক হবে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন