শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারা বাংলাফেনী সদর রেজিস্ট্রার অফিসের দলিল লিখক ও নকল নবীসদের ২য় আভ্যন্তরীন প্রশিক্ষন...

ফেনী সদর রেজিস্ট্রার অফিসের দলিল লিখক ও নকল নবীসদের ২য় আভ্যন্তরীন প্রশিক্ষন কর্মশালা -২০২৩ অনুষ্ঠিত

 

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ-

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ও নাগরিক সেবা বাস্তবায়নের জাতীয় লক্ষমাএা অর্জনে এবং ভুমি রেজিষ্ট্রেশন কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক শৃঙ্খলা নৈতিক প্রসারতা বৃদ্ধি সহ স্বচ্ছ জবাব দিহিতা জোরদার করণের লক্ষ্যে ফেনী সদর সাব রেজিস্ট্রার অফিসের আওতাধীন দলিল লিখক ও নকল নবীসবৃন্দের ২য় পর্যায়ের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ফেনী জেলা রেজিস্ট্রার অফিসের ৩য় তলার অফিস হলরুমে গতকল্য ২০শে মার্চ অনুষ্ঠিত হয়েছে । উক্ত আভ্যন্তরীন কর্মশালা ও প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার তৌসিফ আনোয়ার খান । উক্ত কর্মশালার প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ফেনীর সুযোগ্য জেলা রেজিস্ট্রার মোঃ সেলিম হাওলাদার । সভার অন্যান্ন আলোচক বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ফেনীর লেমুয়া সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার মোঃ মোজাফফর হোসেন । ছাগলনাইয়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার মোঃ কামরুজ্জামান কবির । সোনাগাজীর উপজেলার মতিগন্জ সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার আকরাম হোসেন রিয়াদ। দাগনভুইয়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার মনজুরুল আলম। পরশুরাম উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার আকলিমা ইয়ামিন । ফুলগাজী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার নাহিদা ইয়াছমিন । সকল সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার ও প্রশিক্ষকগন বিভিন্ন বিষয়ের ভিন্ন ভিন্ন ট্রপিকসের আলোকে প্রশিক্ষন প্রদান সহ আলোকপাত করেন । বক্তা ও প্রশিক্ষক গন গ্রাহক সেবা সহজকরণ পন্থা সহ জনগণের হয়রানি বন্ধের উপর বিশেষ জোড় দেন । প্রশিক্ষকগন উল্লেখ করে বলেন ২০১৮ সালের সংশোধিত নীতিমালার আলোকে একজন দলিল লিখক আমৃত্যু কাজ করার সুযোগ পেয়ে থাকেন যা সরকারের অন্য কোন পেশায় সন্ভব নয় । তাই সকল ক্ষেত্রে স্বচ্ছতা নৈতিক জবাবদিহিতা আনায়ণ সহ জনসেবার মান সহজ করণের লক্ষ্যে কাজ করার প্রতি লক্ষ্য রাখার নির্দেশ প্রদান করেন । উল্লেখ বর্তমানের ফেনীর জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রারের সমযে ফেনী জেলায় সরকারি রেজিষ্ট্রেশন রাজস্ব বহুগুণে বেড়েছে বলে সংশ্লিষ্ট সুএ মতে জানা গেছে । যা পূর্ববর্তী জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রারদের আমলে সন্ভব হয়নি ।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন