রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় মহড়া প্রদর্শন করা হয়।
আজ শুক্রবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। র্যালি শেষে রংপুর জেলা স্কুল মাঠে আলোচনা সভা ও ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় মহড়া প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রেজাউল করিম, রংপুর ফায়ার সাভিংসের উপ পরিচালক মো. আব্দুল হামিদ, সিনিয়র স্টেশন ও কমান্ড অফিসার মো. বাদশা মাসুদ আলম, রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান মো. মিজানুর রহমান প্রমুখ।