প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে চালু হলো ইলেকট্রনিক গেট (ই-গেট)। এই গেট দিয়ে ইমিগ্রেশন শেষ করতে সময় লাগবে মাত্র ১৮ সেকেন্ড।
রোববার (৮ জানুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ৬টি ই-গেট এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ই-গেট চালু হওয়ায় সুবিধাভোগীদের অনেক উপকারে আসবে। বিশেষ করে প্রবাসীরা দেশে আসলে নানা ধরনের দুর্ভোগের মুখে পড়েন। এটি চালু হওয়ায় অনেকটা দুর্ভোগ লাগব হবে।
তিনি আরও বলেন, এই দেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার দিয়ে। প্রধানমন্ত্রী বলেছেন, আগামী নির্বাচন হবে স্বচ্ছ, সুন্দর ও নির্ভুল। সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই আমরা। আমার দল বিশ্বাস করে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটাই আমাদের স্লোগান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। কোনোদিন মিলিটারির মাধ্যমে ক্ষমতায় আসেনি। সুতরাং ওই সম্পর্কে যারা সন্দেহ করেন, তাদের ইতিহাস, অভিজ্ঞতা ও জ্ঞানের অভাব। আমি আশা করবো, তারা আওয়ামী লীগের ইতিহাস পড়বেন, অযথা মন্তব্য থেকে বিরত থাকবেন।