রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়ার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) বাদ মাগরিব হাজীরহাট থানা ধীন রণচণ্ডীপুর শেখ পাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে মেয়র প্রার্থী ডালিয়া বলেন, এই সিটি কর্পোরেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তিনি রংপুরের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আমরা রংপুরবাসী সেই কৃতজ্ঞতা থেকে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দিতে চাই।
তিনি আরো বলেন, আমি সংসদ সদস্য ছিলাম। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মেয়র নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে উন্নয়নে বরাদ্দ নিয়ে কাজ করতে পারবো। এসময় তিনি আগামী ২৭ ডিসেম্বরে রংপুর সিটি কর্পোরেশনে নগরবাসীর কাছে ভোট চান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, উপ-দপ্তর সম্পাদক আবু সাদাত শাওন, হারাগাছ থানা আওয়ামীলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা,হাজীরহাট থানা আ’লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান শাহীন, মহানগর মহিলালীগের সভাপতি মমতাজ বেগম,সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা প্রমুখ।