বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে ১৬৫ যাত্রীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা থেকে রাজশাহীতে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, সাপ্তাহিক ছুটির আগে বৃহস্পতিবার সিল্কসিটি এক্সপ্রেসে যাত্রীদের চাপ ছিল। তখন অভিযান শুরু হয়। শুধু টাঙ্গাইল স্টেশনে নামবেন এমন টিকিট বিহীন যাত্রীই পাওয়া গেছে ৭০ জন। জরিমানাসহ তাদের কাছ থেকে টিকিটের টাকা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, এদিন ১৫৬ জনের কাছ থেকে জরিমানা ও টিকিটের মূল্যসহ ৩৮ হাজার ২২৫ টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।