1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. almahmudapu100@gmail.com : Al Mahmud Apu : Al Mahmud Apu
  4. arfanislamridoy500@gmail.com : Arfan Islam Ridoy : Arfan Islam Ridoy
  5. bayjid2001@gmail.com : Bayjid Sarker : Bayjid Sarker
  6. hasanalsakib68@gmail.com : Hasan al Sakib Sakib : Hasan al Sakib Sakib
  7. mmjouhan@gmail.com : Mohammad Jouhan : Mohammad Jouhan
  8. hmrazib017saklain@gmail.com : Razib saklain : Razib saklain
  9. k83237@gmail.com : sagor : sagor
  10. shekhrifat16@gmail.com : Niat :
  11. tasnimbentayronggon@gmail.com : Tasnim Bentay Ronggon : Tasnim
  12. instagramhileci@gmail.com : wpapixx :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রাইসার ঢাকায় আসছেন শনিবার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৫৭ জন দেখেছেন

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার তিন দিনের সফরে আগামীকাল শনিবার ঢাকায় আসছেন। তার সঙ্গে বাংলাদেশ ও ভুটানের বর্তমান কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেকও থাকবেন বলে বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাইসার বলেছেন ‘আমি বাংলাদেশে ফিরে আসতে পেরে এবং সরকারের সাথে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা চালিয়ে যেতে পেরে আনন্দিত যা দেশকে নিরবচ্ছিন্ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে থাকতে এবং জনগণের জন্য সুযোগ তৈরি করতে সহায়তা করতে পারে। ’

তিন দিনের সফরে রাইসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

তিনি বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেকের সাথে পরিচয় করিয়ে দেবেন। তিনি আগামী বছরের ১ জানুয়ারি দায়িত্বগ্রহণ করবেন।

তারা বিশ্বব্যাংক-সমর্থিত একটি প্রকল্পও পরিদর্শন করবেন।

আবদুলায়ে সেক বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের অনেক ক্ষেত্রে একটি চিত্তাকর্ষক রেকর্ড রয়েছে।

যার মধ্যে রয়েছে দারিদ্র্য হ্রাস, জলবায়ু পরিবর্তনের অভিযোজন, দুর্যোগ-ঝুঁকির প্রস্তুতি ও স্কুলে তালিকাভুক্তিতে লিঙ্গ সমতা। ’

তিনি আরো বলেন ‘আমি বাংলাদেশের সরকার এবং জনগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। কারণ, দেশটি ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের যোগ্যতা অর্জনের লক্ষ্যে কাজ করছে। ’

সেক একজন সেনেগালিজ নাগরিক।

১৯৯৫ সালে একজন অর্থনীতিবিদ হিসেবে তিনি বিশ্বব্যাংকে যোগদান করেন। তারপর থেকে বিভিন্ন দেশে নেতৃত্বের পদে অধিষ্ঠিত হয়েছেন। এই অ্যাসাইনমেন্ট নেওয়ার আগে সেক ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, নিরক্ষীয়গিনি, গ্যাবন এবং কঙ্গো প্রজাতন্ত্রের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন।

তিনি আফগানিস্তান, মিয়ানমার ও মলদোভার বিশ্বব্যাংকের কান্ট্রি ম্যানেজার হিসেবেও কাজ করেছেন।

সূত্র : বাসস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2022
Theme Designed BY Kh Raad ( Frilix Group )