শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকইরানে মাজারে হামলা: ২৬ বিদেশি গ্রেফতার

ইরানে মাজারে হামলা: ২৬ বিদেশি গ্রেফতার

ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ শহরের শাহ চেরাগ মাজারে রক্তক্ষয়ী হামলায় জড়িত অভিযোগে ২৬ বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে।

গত ২৬ অক্টোবর সশস্ত্র ওই হামলার ঘটনায় অন্তত ১৩ জন নিহত হন। পরে হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃতদের বিষয়ে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, শিরাজে ওই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিবৃতি অনুসারে, গ্রেফতারকৃতরা আজারবাইজান, তাজিকিস্তান ও আফগানিস্তানের নাগরিক।

তাদেরকে ফার্স, তেহরান, আলবোর্জ, কারমান, কোম ও রাজাভি খোরাসান প্রদেশের পাশাপাশি দেশটির পূর্ব সীমান্ত থেকে গ্রেফতার করা হয় বলে বিবৃতিতে জানানো হয়।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের দাবি, যে হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। তার নাম সোবহান কমরউনি। তিনি তাজিক নাগরিক। তিনি আবু আয়েশা নামে পরিচিত।

তাকেও গ্রেফতার করা হয়েছিল। এ সময় তিনি আহত হয়েছিলেন। পরবর্তীতে তিনি মারা যান।

সূত্র: প্রেসটিভি, ডন, আল আরাবিয়া নিউজ, রেডিও ফ্রি ইউরোপ

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন