শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকনম্বরপ্লেটহীন গাড়ি পিষে মারল গোয়েন্দা কর্মকর্তাকে

নম্বরপ্লেটহীন গাড়ি পিষে মারল গোয়েন্দা কর্মকর্তাকে

প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা। বাড়ি থেকে কিছুটা দূরেই একটি নম্বরপ্লেটহীন গাড়ি পিষে মারল তাকে।

শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের মহিসুরে। পুলিশ জানিয়েছে, নিহত ওই গোয়েন্দা কর্মকর্তার নাম আরএস কুলকার্নি (৮৩)। তিনি বেঙ্গালুরুতে গোয়েন্দা দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রতিদিনের মতো শনিবারও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন কুলকার্নি। রাস্তার ধার দিয়েই হাঁটছিলেন অশীতিপর ওই বৃদ্ধ। এ সময় আচমকাই একটি গাড়ি এসে তাকে চাপা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গাড়িটির কোনো নম্বরপ্লেট ছিল না।

ফলে পুলিশকেও গাড়ি সম্পর্কে কোনো হদিস দিতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। গুরুতর আহতাবস্থায় কুলকার্নিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা— এটি ‘হিট অ্যান্ড রান’-এর ঘটনা। তবে পরিকল্পিতভাবে খুনের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না তারা।

সিসিটিভি ফু়টেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি কুলকার্নির ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল কিনা তা-ও জানার চেষ্টা করছে তারা। অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে একটি মামলা করেছে পুলিশ।

সূত্রঃ যুগান্তর 

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন