শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeরাজনীতিসম্মেলনে ২২ হাজার নয়, ৭০ হাজার চেয়ার ছিল : ওবায়দুল কাদের

সম্মেলনে ২২ হাজার নয়, ৭০ হাজার চেয়ার ছিল : ওবায়দুল কাদের

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুর থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের চেয়ার গুনেছেন। সম্মেলনে ২২ হাজার নয়, ৭০ হাজার চেয়ার ছিল। আমি চ্যালেঞ্জ করলাম।

সোমবার (৩১ অক্টােবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠার ৫০ বছর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রোববার (৩০ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে নির্ধারিত ২২ হাজার চেয়ার পূরণ হয়নি।

কাদের বলেন, মির্জা ফখরুলকে বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ ১৪ দল। বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে একত্রিত করে বিএনপি নামক অপশক্তিকে মোকাবিলা করতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়ে কাদের বলেন, শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। স্বাধীনতা বিরোধীদের হাতে আমরা পরাজিত হতে পারি না। আমরা খবর পেয়েছি, দুবাই থেকে টাকা (বিএনপির) আসে।

বিএনপিকে জাতীয়তাবাদী চামচা দল আখ্যা দিয়ে কাদের বলেন, খালেদা জিয়ার জন্য দেখার মতো একটা মিছিলও করতে পারেনি তারা।

বিস্তারিত আসছে…..

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন