বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রায় ৫ হাজার ঔষধি, ফলজ গাছের চারা বিতরণ করেন তিনি।
এসময় আ’লীগ নেতা মওলা বলেন, মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও মিঠাপুকুরের ১৭ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা গাছ দিলাম।তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি সাহসিকতা এবং দূরদর্শিতার মাধ্যমে এ দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা।’