রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকসুপার টাইফুন: জাপানে ৯০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ

সুপার টাইফুন: জাপানে ৯০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ

সুপার টাইফুন আঘাত হানায় ৯০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে জাপান কর্তৃপক্ষ। এখন পর্যন্ত টাইফুন নানমাদোলের কারণে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ৯০ জন।

রবিবার সকালে জাপানের কিউশু দ্বীপে আঘাত হানে টাইফুনটি।আগামী কয়েকদিনে এটি হনশু দ্বীপ অতিক্রম করবে।

গতকাল রবিবার রাতে লাখ লাখ মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে রাত কাটিয়েছে। সাড়ে তিন লাখ বাড়িঘর ছিল বিদ্যুৎহীন। এতে ব্যবসা ও যোগাযোগ ব্যাহত হচ্ছে, সাথে বন্যা ও ভূমিধসের শঙ্কাও রয়েছে।এই টাইফুনের কারণে কিছু এলাকায় ঘণ্টায় ২৩৪ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইছে, কিছু এলাকায় ২৪ ঘণ্টায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাসে বলা হয়েছিল।

বুলেট ট্রেন সেবা, ফেরি ও হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

সূত্রঃ বিবিসি

 

 

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন