রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeজাতীয়চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জরিমানা

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জরিমানা

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি করার অপরাধে হক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করে।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান, আলমডাঙ্গার আসমানখালী বাজারে আসমানখালী পুলিশ ক্যাম্পের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স হক ফার্মেসিতে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ জব্দ করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এ সময় মেসার্স শিলু স্টোর নামক আরও একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মেয়াদ ও মূল্যের ট্যাগবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে উক্ত আইনের একই ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন