শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকআরেকটি শহর পুনরুদ্ধার করলো ইউক্রেন

আরেকটি শহর পুনরুদ্ধার করলো ইউক্রেন

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। ওই অঞ্চলে রাশিয়া নতুন করে সেনা পাঠাচ্ছে বলেও রুশ বার্তা সংস্থাগুলো খবর প্রকাশ করেছে। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, খারকিভের দিকে বহু ট্যাংক ও গোলন্দাজ ইউনিটের বহর এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছিল, ইউক্রেনের সেনাবাহিনী খারকিভ পুনরুদ্ধারের যুদ্ধে ‘বড় ধরনের’ সাফল্য অর্জন করেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) পুনরায় দখলে নিয়েছে ইউক্রেনের বালাকলিয়া শহর।
খারকিভে মোতায়েন রুশ সেনা কর্মকর্তা ভিতালি গ্যানচেভ বলেছেন, ওই অঞ্চলের বালাকলিয়া শহরের কাছে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। কিয়েভ শুক্রবার ওই শহরটি পুনরুদ্ধারের দাবি করে।
গ্যানচেভ বলেন, ‘বালাকলিয়া এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই। ইউক্রেনের সেনাবাহিনীকে হটিয়ে দেয়ার চেষ্টায় তুমুল লড়াই চলছে।’
খারকিভে মোতায়েন অন্য একাধিক রুশ কর্মকর্তা জানান, ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের রুশ সীমন্তের দিকে সরিয়ে আনা হচ্ছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন