শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeআওয়ামীলিগবাংলাদেশের যা কিছু অর্জন আওয়ামী লীগের হাত ধরে: কাওছার

বাংলাদেশের যা কিছু অর্জন আওয়ামী লীগের হাত ধরে: কাওছার

আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার বলেছেন, বাংলাদেশের যা কিছু অর্জন আওয়ামী লীগের হাত ধরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীণতা এনে দিয়েছেন। তিনি যুদ্ধবিধ্বংস দেশকে যখন গড়ে তোলার কাজে মনোনিবেশ করছিলেন, তখনই পরাজিত শক্তি তাকে সপরিবারে হত্যা করে। এরপর দেশ উল্টোরথে চলা শুরু করে।

বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক সরকারগুলো নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিলেন। ৯৬ সালে ২১ বছর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উন্নয়নের ধারা শুরু হয়। আজ বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতির মঞ্চ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সাংবদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ কেন্দ্রীয় নেতা রিয়াজুল কবির কাওছার বলেন, বিএনপি নেতারা আন্দোলন করছে নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য।

তারাও জানে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-ষড়যন্ত্র করে লাভ হবে না। কারণ আওয়ামী লীগ আন্দোলনের মাধ্যমেই জন্ম। তিনি বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আরেক প্রশ্নের জবাবে কাওছার বলেন, যারা দলের জন্য নিবেদিত, ক্লিন ইমেজ, জনগণের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে তারাই দলের নেতা হবেন।

যারাই প্রার্থী হতে চান তাদের সর্ম্পকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তথ্য রয়েছে। যোগ্যতার ভিত্তিতেই নেতা নির্বাচিত করা হবে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Abdullah Al Niat
Abdullah Al Niat
স্বপ্ন আকাশ ছোয়া� গন্তব্য বহুদূর � বর্তমানে সাংবাদিক চর্চায় ব্রত �

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন