শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকমহাত্মা গান্ধীর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

মহাত্মা গান্ধীর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে দেশটির রাজধানী নয়াদিল্লির রাজঘাটে তিনি এই শ্রদ্ধা জানান। মঙ্গলবার ভারতীয় বার্তাসংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকা অন্য মন্ত্রী ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে সেখানে স্মারক বইয়ে সই করেন তিনি।
এর আগে সকাল ৯টায় রাইসিনা হিলে ভারতের রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় অভ্যার্থনা জানান। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
আজই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দিল্লির হায়দ্রাবাদ হাউজে দু’দেশের শীর্ষ বৈঠকে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। জানা গেছে, বেলা সাড়ে ১১টায় হায়দরাবাদ হাউজে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ৩৫ মিনিটে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসবেন। দুপুর ১২টা ৫৫ মিনিটে তাদের বৈঠক শেষ হবে। বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন