রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাহিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুর ২টার দিকে আলু বোঝাই চারটি ট্রাক বাংলাদেশে প্রবেশের করে।

মেসার্স নিশাত ট্রেডার্স নামের একটি আমদানির কারক প্রতিষ্ঠান আলুগুলো আমদানির করেছে। চার গাড়িতে ১১০ মেট্রিকটন আলু আমদানি করা হয়েছে।

জানা গেছে, প্রতি মেট্রিক টন আলু আমদানিতে খরচ হয়েছে ১৩০ থেকে ১৪০ মার্কিন ডলার। এছাড়াও আমদানি করা আলুতে শুল্ক দিতে হবে কেজিতে ৩৩ শতাংশ।

এর আগে, হিলি বন্দরের ২২ আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে আলু আমদানির অনুমতি পায়। প্রথম ধাপে ১৫ হাজার ২০০ মেট্রিকটন আলু আমদানি হবে এ বন্দর দিয়ে।

আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারনালের ব্যবস্থাপক মাহাবুব হোসেন সাংবাদিকদের জানায়, ভারত থেকে প্রথমবারের মতো এই স্থলবন্দর দিয়ে আলু আমদানির শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আলুগুলো আমদানি হচ্ছে। সব খরচ দিয়ে ৩০ টাকা কেজিতে আলু বিক্রি সম্ভব হবে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন