রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাকুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

“বন্ধুত্বই হোক আত্মার বন্ধন ” এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ীতে রংপুর বিভাগের এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৯ জুলাই সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) মাঠে দিনব্যাপী রংপুর বিভাগের এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের ফেসবুক ভিত্তিক প্ল্যাটফর্ম এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

উক্ত ক্যাম্পে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।

উপজেলার সর্বস্তরের মানুষের জন্য রংপুরের ৭ জন বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন রংপুর ডিভিশন গ্রুপের আহবায়ক মেডিসিন বিশেষজ্ঞ ও ডায়াবেটোলজিষ্ট ডা. মো. মোস্তফা আলম বনি সহ নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. ফয়সল আলম অভি, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাজ্জাদুর রহমান, ইউরোলজিষ্ট ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. শাহীনুর (মিল্টন), প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. কেয়া রানী রায়, ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডা. সিরাজুম মুনিরা এবং ডা. মাহবুবা আখতারী।
এছাড়াও ফ্রি ব্লাড গ্রুপিং কাজে সহায়তা করে মেডিসিন ক্লাব, রংপুর মেডিকেল কলেজ ইউনিট
এবং ফ্রি উচ্চরক্তচাপ ও ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং কাজে সহায়তা করে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর।

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রংপুর ডিভিশন এসএসসি ৯৭ ব্যাচের আহবায়ক ডা. মো. মোস্তফা আলম বনি, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, ফুলবাড়ী উপজেলার এস এম নুরুন্নবী ইসলাম বুলবুল, সোহাগ।
রংপুর থেকে প্রায় ৫০ জন বন্ধুর একটি টীমের মধ্যে এডমিন বন্ধু ফারুক, রিয়াজ, রানা, বিউটি, নিকোলাস রাসেল, সুমি, ডলি চক্রবর্তি, সাজেদা পপি, জিনাত মনি, শামীমা শিমু, সাথী, রুবেল, নুর ইসলাম, আনোয়ার সাদাত রবি, সাজিদ আহসান, সাংবাদিক ইকবাল সুমন, বোরহান কবির বিপ্লব সহ পুরো কুড়িগ্রাম জেলা বিভিন্ন অঞ্চলের বন্ধু রা সহ প্রায় হাজার খানেক রোগীর উপস্থিতিতে ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠ ছিলো কানায় কানায় পূর্ন।
বক্তব্য শেষে ফুলবাড়ী উপজেলার এসএসসি ৯৭ ব্যাচের অসুস্থ বন্ধু ওবায়দুর রহমানকে রংপুর ডিভিশন গ্রুপের পক্ষ থেকে নগত ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

আরো উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া সরকার (লাকু), ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনা রশিদ হারুন, শিক্ষক আসাদুজ্জামান খলিলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন