শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারা বাংলাআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা যুবক মো. ইলিয়াসকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি জানান, নিহত মো. ইলিয়াস নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বি-ব্লকের নাজির আহমদের ছেলে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প এলাকার সালমান গ্রুপের সদস্যরা নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা ইলিয়াসকে বাড়ি থেকে ডেকে বের করে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইলিয়াসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। ইলিয়াসকে প্রথমে উদ্ধার করে ক্যাম্পের অভ্যন্তরে এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Abdullah Al Niat
Abdullah Al Niat
স্বপ্ন আকাশ ছোয়া� গন্তব্য বহুদূর � বর্তমানে সাংবাদিক চর্চায় ব্রত �

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন