রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাফতুল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফতুল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ রীনা বেগমকে হত্যার দায়ে স্বামী আক্তার হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় পাঁচজনকে খালাস দেন আদালত।

খালাসপ্রাপ্তরা হলেন- আহমেদ হোসেন, দেলোয়ার হোসেন, সাজেদা বেগম, রমজান ওরফে নিবারন ও মনোয়ারা বেগম।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রীনা বেগম ও আক্তার হোসেন পরস্পরে ভালোবেসে বিয়ে করে ফতুল্লার কানাইনগর এলাকায় বসবাস করে আসছিলেন। তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম নেয়। কিন্তু আক্তার হোসেনের পরিবার তাদের বিয়ে মেনে নিচ্ছিল না। ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর আক্তার হোসেন তার রীনা বেগমের বাড়ি গিয়ে বলেন রীনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে পরিবার আক্তার হোসেনের বাড়ির সামনে থেকে রীনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ফতুল্লায় থানায় মামলা হয়। এ মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Abdullah Al Niat
Abdullah Al Niat
স্বপ্ন আকাশ ছোয়া� গন্তব্য বহুদূর � বর্তমানে সাংবাদিক চর্চায় ব্রত �

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন