শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারা বাংলারংপুরে ৮ দফা দাবীতে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল

রংপুরে ৮ দফা দাবীতে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল

বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দুদের উপর বর্বরোচিত নির্যাতন, মঠ-মন্দির, ঘর-বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, জায়গা-জমি দখলসহ সকল অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ রংপুর। এসময় অন্তর্বর্তীকালিন সরকারের দৃষ্টি আকর্ষণ করে ৮ দফা দাবী পেশ করেন তারা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর)  বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
টাউনহলের পাবলিক লাইব্রেরী মাঠে বিকেলে জমায়েত হয় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ রংপুরের নেতাকর্মীরা। সেখানে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ রংপুরের প্রধান সমন্বয়কারী মানিক চন্দ্র হৃদয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন দীপন রায়, রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ থেকে অন্তর্বর্তীকালিন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দাবী সম্বলিত ৮ দফা দাবী পেশ করে করেন তারা। সমাবেশ শেষে টাউহল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি কারো বাপদাদার, পদ্ধা মেঘনা যমুনা, সনাতনীর ঠিকানা, তুমি কে আমি কে সনাতনী সনাতনী শ্লোগান দিতে দেখা যায় তাদের।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন