রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeজাতীয়রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

ঢাকার সাভারে বহুতল ভবন রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আজ রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। দুপুরে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটির শুনানি হতে পারে।

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবনটির মালিক সোহেল রানা ও কারখানা মালিকদের বিরুদ্ধে করা মামলায় গত ৬ এপ্রিল ভবন মালিক সোহেল রানাকে জামিন দেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে সে সময় জানান আইনজীবী কামরুল ইসলাম।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন। এই ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন