রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকভারতে ঊর্ধ্বমুখী করোনা, একদিনে শনাক্ত বাড়ল ১৩ শতাংশ

ভারতে ঊর্ধ্বমুখী করোনা, একদিনে শনাক্ত বাড়ল ১৩ শতাংশ

ভারতে একদিনেই ছয় হাজার ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের তুলনা ১৩ শতাংশ বেশি। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৩০৩ জনে।

এদিন করোনায় প্রাণ হারিয়েছেন আরও ১৪ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো পাঁচ লাখ ৩০ হাজার ৯৪৩ জনের।

শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৩৪ জনকে টিকা দেওয়া হয়েছে। ২০২১ সালের ১৬ জানুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়। এখন পর্যন্ত মোট ২২০ কোটি ৬৬ লাখ ২০ হাজার ৭০০ করোনার টিকা দেওয়া হয়েছে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন