শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeজাতীয়হজের খরচ কমলো, বাড়লো নিবন্ধনের সময়

হজের খরচ কমলো, বাড়লো নিবন্ধনের সময়

আসন্ন হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। সেইসঙ্গে নিবন্ধনের সময় ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে, যা আগে ছিল ২১ মার্চ পর্যন্ত। বুধবার (২২ মার্চ) সৌদি সরকারের উদ্ধৃতি দিয়ে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজের জন্য ঘোষিত প্যাকেজে অন্তর্ভুক্ত মিনার চারটি (এ, বি, সি, ডি) ক্যাটাগরির সেবার মূল্য বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য কমিয়েছে রাজকীয় সৌদি সরকার। তাই নিবন্ধিত হজযাত্রীরা অর্থ ফেরত পাবেন।

এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় মিনার তাঁবু ‘সি’ ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। তাই সরকারি প্যাকেজমূল্য ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশও (হাব) মিনার মিনার তাঁবু ‘সি’ ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করেছে। তাই বেসরকারি এজেন্সির ক্ষেত্রেও একই পরিমাণ অর্থ কমানোর অনুরোধ করা হয়েছে।

এ ক্ষেত্রে বেসরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজমূল্য ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা।এছাড়া যেসব হজ এজেন্সি মিনার তাঁবুর অনযান্য ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করেছে তাদেরকেও সংশ্লিষ্ট ক্যাটাগরির কমানো মূল্যে প্যাকেজ নির্ধারণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Abdullah Al Niat
Abdullah Al Niat
স্বপ্ন আকাশ ছোয়া� গন্তব্য বহুদূর � বর্তমানে সাংবাদিক চর্চায় ব্রত �

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন